মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় অটো রিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে ডালিয়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) বিকেল পাঁচ টার দিকে উপজেলার পাটাভোগ কল্লিগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডালিয়া বেগম উপজেলার তন্তর ইউনিয়নের সোন্ধ্যার দিয়া গ্রামের জামাল খানের স্ত্রী।
এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানায়, নিহত ডালিয়া বেগম দুই সন্তান ও স্বামীসহ অটোরিকশা করে পাটাভোগ গ্রামে বাবার বাড়িতে যাচ্ছিলেন। ওই অটোটি কল্লিগাঁও সড়কে আসলে ডালিয়ার সাথে থাকা ওড়না অটোর চাকার সাথে পেঁচিয়ে ফাঁস লেগে যায়। কয়েক মুহূর্তের মধ্যে ডালিয়ার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, সোয়া পাঁচটার দিকে নিহতের লাশ উদ্ধার করে শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়। পরে নিহতের স্বজনরা তার লাশ নিয়ে যায়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড