গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমির আইল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের আঘাতে সাদেক আলী (৫৪) নামে এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার বিকালে প্রতিপক্ষের আঘাতে সাদেক আলী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
নিহত সাদেক আলী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর তামারটারি আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, সাদেক আলীর সাথে প্রতিবেশী মজিবর রহমান মিস্ত্রির ছেলে মঞ্জু মিয়ার দীর্ঘদিন থেকে বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে সাদেক আলী জমির আইল কাটতে যায়। এ নিয়ে মঞ্জু মিয়া ও সাদেক আলীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে সাদেক আলী গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় সাদেক আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ওসি আরও জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড