সারাদেশ ডেস্ক
সিলেটের বিশ্বনাথে যাত্রীবাহী বাস-অটোরিকশা (সিএনজি) মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামের আবদুস সোবহানের ছেলে। বুধবার দুপুরে বিশ্বনাথ-রামপাশা সড়কের নরশিংপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দুজন আহত হয়েছেন।
আহতরা হলেন- উপজেলার দশপাইকা গ্রামের ছমক আলীর ছেলে কবির হোসেন (২৬) ও অটোরিকশা চালক উপজেলার মীরগাঁও গ্রামের ময়না মিয়ার ছেলে আব্দুল মতিন (২৭)। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে (সিলেট-জ ০৪-০০৭৯) যাত্রীবাহী বাস ও নাম্বার বিহীন অটোরিকশা (সিএনজি) গাড়ি আটক করেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম মুসা বলেন, গাড়ি দুটি গাড়ি আটক করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড