গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পিকআপের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন চালকসহ দুইজন। নিহত জরিনা বেগম (৫০) সদর উপজেলার জগারচর গ্রামের মো. ইনু খানের স্ত্রী।
সদর উপজেলার হরিদাসপুর গ্রামের নিমতলায় ঢাকা-খুলনা মহাসড়কে বুধবার বিকাল পৌনে ৪টার দিকে তিনি নিহত হন বলে সদর থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান।
তিনি বলেন, উপজেলার হরিদাসপুর গ্রামে জামাতার বাড়ি বেড়ানোর পর বিকালে জরিনা বেগম বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় পিকআপটি তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় পিআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা খেয়ে চালক ও সহকারী আহত হন জানিয়ে এসআই বলেন, তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই জরিনার লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড