জয়পুরহাট প্রতিনিধি
নাশকতা পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের বাটার মোড়সংলগ্ন হক ভিলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, আনিছুর রহমান তালুকদার, মওদুদ আহম্মেদ, তাজউদ্দীনসহ ২৩ নেতাকর্মী।
জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হক ভিলায় গোপন বৈঠক করছিলেন; এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসাটি ঘেরাও করে। এসময় দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড