জামালপুর প্রতিনিধি
জামালপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।
বুধবার সকালে সরিষাবাড়ী-দিগপাইত সড়কের পপুলার মোড়ে এ দুর্ঘটনায় নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ (১৪) এবং মোজাম্মেল হোসেনের ছেলে শ্রমিক সাইদুল (২০)। সাইদুল সম্পর্কে আকাশের চাচা হন।
সরিষাবাড়ি থানার ওসি ফজলুল করিম জানান, সকাল ৭টায় সরিষাবাড়ী পৌরসভার পপুলার মোড়ে দিগপাইত থেকে তারাকান্দিগামী একটি ট্রাককে সাইড দিলে পেছন থেকে আসা সরিষাবাড়ী থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী চাচা সাইদুল ও ভাতিজা আকাশ।
খবর পেয়ে সরিষাবাড়ী থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে। তবে দুর্ঘটনার পর বাস নিয়ে চালক পালিয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড