সারাদেশ ডেস্ক
পাবনায় র্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা এবং দুটি পিকআপ ভ্যানসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
র্যাব জানায়, মঙ্গলবার ভোর রাতে র্যাবের বিশেষ অভিযানে সদর উপজেলার গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাঁজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. আবুল কাশেম (৩৮), ভূরুঙ্গামারীর পাইকেরছড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে (মিনিট্রাক চালক) মো. ফয়সাল আহম্মেদ (৩৫), মো. শুকুর আলীর ছেলে মো. স্বপন ইসলাম (২৩) ও ভূরুঙ্গামারীর দক্ষিণ ভদ্রেরছড়া গ্রামের সামির উদ্দিনের ছেলে মো. রঞ্জু (২৪)।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড