স্টাফ রিপোর্টার
বাবা মোবাইল ফোন কেড়ে নেওয়ায় গাজীপুরের টঙ্গীতে অভিমান করে তাসমিন সাহারা নিশাত (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাসমিন সাহারা নিশাত একই এলাকার সুমন মিয়ার মেয়ে। সে রাজধানীর মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার রাতে কলেজছাত্রী নিশাত দীর্ঘ সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় তার বাবা সুমন মিয়া তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এতে নিশাত অভিমান করে ঘরের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
আরও পড়ুন : বাবাকে মারধর করা সেই ছেলে গ্রেপ্তার
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে মৃতদেহ হস্তান্তর করা হয়। মোবাইল ফোনের আসক্তি থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টিতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড