কুড়িগ্রাম প্রতিনিধি
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারীর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন করেছে জেলা বিএনপি। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে তারা।
এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহসভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জহুরুল আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, বিএনপি নেতা ইদ্রিস আলী, জামিল আহমেদ, মোসলেম উদ্দিন মোল্লা, এডভোকেট আশরাফ আলী, সাইয়েদ আহমেদ বাবু, মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, আব্দুল আলিম, রেজাউল করিম রেজা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, ছাত্রনেতা সাঈদ শিথিল প্রমুখ।
বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়ে বলেন, তাকে গ্রেপ্তার করে আন্দোলন স্তব্ধ করা যাবে না। সরকার পতনের জন্য সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড