সারাদেশ ডেস্ক
পটুয়াখালীর বাউফল থেকে অপহরণের চারদিন পর ১৬ বছরের এক কিশোরী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. সাইদুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ১২টায় র্যাব-৮ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. রবিউল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গত ৮ জানুয়ারি দুপুর ১২টায় উপজেলার হেতালিয়া বাধঘাটে প্রাইভেট পড়া শেষে বাড়ি যাওয়ার সময় পথে মো. সাইদুল ইসলাম ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যান। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে কিশোরীর মা পটুয়াখালীর সদর থানায় একটি জিডি করেন এবং তার মেয়েকে উদ্ধারে র্যাবের কাছে সহযোগিতা চান।
আরও পড়ুন : কচুয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর গ্রেপ্তার
রবিউল ইসলাম আরও বলেন, র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ দল গত মঙ্গলবার দুপুর ৩টায় উপজেলার দাসপাড়া এলাকায় সাইদুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে। এসময় সাইদুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়। পরে অপহৃত কিশোরীর মা বাদী হয়ে র্যাবের সহযোগিতায় পটুয়াখালী জেলার সদর থানায় একটি অপহরণ মামলা করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড