কুড়িগ্রাম প্রতিনিধি
মূল ভূ-খণ্ড থেকে ব্রহ্মপুত্র ও গঙ্গাধর নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- নারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব নারায়ণপুর ডাক ডহর গ্রামের আব্দুল মোন্নাফের ছেলে হাছানুর আলী (১৮) ও মোজাহার প্রামানিকের ছেলে শাহাদৎ হোসেন প্রামানিক (২৫)।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিমুল ইসলাম জানান, ঘন কুয়াশার সুযোগ নিয়ে সকালে একদল গরু পাচারকারী কাঁটাতারের ওপর দিয়ে গরু আনার চেষ্টা করে। এ সময় ভারতের আসাম রাজ্যর ধুবড়ী জেলার শালমারা থানার কালাইবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে গুলি ছুঁড়লে হাছানুর এবং শাহাদৎ নামে ওই দুই যুবক আহত হয়। পরে সঙ্গীরা তাদের উদ্ধার করে গোপনে চিকিৎসার জন্য নিয়ে যায়।
বিএসএফের গুলিতে দুই গরু পাচারকারী আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন, তারা এখন রংপুরে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টিতে কচাকাটা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে। সংবাদ পেয়েছি তারা এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন : রাজশাহীতে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এ দিকে, কুড়িগ্রাম-২২ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে গরু পাচারের সময় বিএসএফের ছোড়া রাবার বুলেটের আঘাতে দুই বাংলাদেশি আহত হওয়ার খবরটি লোকমুখে শুনেছি। তবে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড