রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মা-বাবার ওপর অভিমান করে মোদাচ্ছির (১০) নামের চতুর্থ শ্রেণীর এক ছাত্র আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে নিজ বাড়িতে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
মোদাচ্ছির পুঠিয়া পৌরসভার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকার মনির আলীর ছেলে। মোদাচ্ছির হেমন্তকুমারী শিশু কাননের চতুর্থ শ্রেণীর ছাত্র।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পড়াশুনায় অমনোযোগী হওয়ায় তার বাবা বকাঝোকা করায় সে অভিমান করে মঙ্গলবার বিকালে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে মোদাচ্ছিরের ঝুলন্ত শরীর দেখে তার পরিবারের লোকজন আড়া থেকে নামানোর আগেই মোদাচ্ছির মারা যায়। পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে। আগামী কাল ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড