বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম
বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৮শত পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের একটি আভিযানিক টিম।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাঁশখালী থানার এস.আই (নিরস্ত্র) নাজমুল হক ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কে পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন- মহেশখালী থানার ফকির জুমপাড়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মৃত তালেব আলীর পুত্র বাহাদুর (২৩) ও কক্সবাজার জেলার উখিয়ার এ ডাব্লিউ,সি ব্লক, বালুখালী ক্যাম্পের মৃত আলী আহমদের পুত্র মো. রহিম (২৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, ১ হাজার ৮শত পিচ ইয়াবাসহ আটককৃত দুই আসামি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড