সুনামগঞ্জ প্রতিনিধি
সিলেট কানাইঘাট থানার সাবেক ওসি (তদন্ত) মো. নুনু মিয়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন। তিনি দিরাই উপজেলার জগদল ইউনিয়নের মাতার গাঁও গ্রামের বাসিন্দা।
চাকুরী জীবনে র্যাব সদর দপ্তরসহ দেশের বিভিন্ন থানায় দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ পুলিশের এই কর্মকর্তা।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ শান্তিরক্ষী পদক পেয়ে সুনামগঞ্জ তথা সিলেট বাসীর মুখ উজ্জ্বল করেছেন নুনু মিয়া।
জাতিসংঘের শান্তিরক্ষী পদক ও সার্টিফিকেট পেয়ে এক প্রতিক্রিয়ায় মো. নুনু মিয়া বলেন, যে কোনো কাজের স্বীকৃতি পাওয়া আনন্দের ও গর্বের। ভবিষ্যতেও যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, দক্ষতা, পেশাদারিত্বের ও নিষ্ঠার সঙ্গে পালন করে দেশবাসীর মুখ উজ্জ্বল করতে পারি সেই লক্ষে কাজ করবো।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড