সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে সিএনজির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুটির নাম নাইম আহমেদ (১০)। নাইম জেলার ছাতক উপজেলার মনিগাতি গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর পয়েন্টের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান বাড়ির পাশে বদলপুর পয়েন্টে রাস্তার পাশ দিয়ে ঐ শিশুটি যাওয়ার পথে একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে শিশুটি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ মো. আশারফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোন সিএনজি এই শিশুটিকে চাপা দিয়েছে পুলিশ খোঁজ নিয়ে দেখছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড