কলারোয়া প্রতিনিধি, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
এসময় আহত হয়েছেন আমজাদ হোসেনের পুত্রবধূ বিথী ও দুই বছর বয়সী নাতি লামিয়া। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার দেয়াড়া ইউনিয়নের মাঠপাড়া মাছিনগরে এ ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আনসার আলী এবং তার স্ত্রী ও দুই পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত শাখাওয়াত হোসেনের ছেলে আনসার আলী, তার স্ত্রী ফুলমতি, তাদের ছোট ছেলে দেলওয়ারের (প্রবাসী) স্ত্রী রিক্তা ও সেজ ছেলে শাহ আলমের (প্রবাসী) স্ত্রী ফাহিমা।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফজাল জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড