সারাদেশ ডেস্ক
কিশোরগঞ্জের কটিয়াদীতে দাদার কবর খুঁড়তে গিয়ে নাতি আব্দুল মালেক (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল মালেক একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
মৃত আব্দুল মালেকের অপর দাদা মুন্সী আ. হেকিম কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা মো. জালাল উদ্দিন যুগান্তরকে জানান, আমার বড়ভাই মো. আলাল উদ্দিন রোববার রাতে মৃত্যুবরণ করেন। সোমবার সকালে আমাদের নাতি মো. আব্দুল মালেক আমার বড়ভাইয়ের কবর খনন করার জন্য কোদাল দিয়ে মাটিতে দুই-তিনটি কোপ দেওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে বাড়িতে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
পাশাপাশি দাদা-নাতি দুইজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বিকালে মুন্সি আব্দুল হেকিম কারিগরি কলেজ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড