কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)’র পৃথক অভিযানে ১১ হাজার ৫শ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে চারটায় কলাতলী বীচ এলাকা ও পৌরসভার সমিতি পাড়া হতে এসব ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ডিএনসির সহকারী পরিচালক সৌমেন মন্ডল।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে কলাতলী বীচ এলাকায় অভিযান পরিচালনা করে বীচ সংলগ্ন আদিব স্টোরের সামনে হতে টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকার চাঁদ মিয়ার ছেলে নুরুল আমিন প্রকাশ সৈয়দ করিম (২২) এবং একই থানার পূর্ব গোদারবিল এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৬) কে ১০ হাজার ইয়াবাসহ আটক করা হয়।
অপরদিকে, একইদিন কক্সবাজার পৌরসভাধীন সমিতি পাড়া হতে মোঃ ছলিম উল্লাহর ছেলে মো. তাহের (৩০) কে ১ হাজার ৫ শত পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড