সারাদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় মাটির নিচে মিললো ৩৪০ রাউন্ড বন্দুকের গুলি।
সোমবার (১১ জানুয়ারি) বিকেলে গুলিগুলো পাওয়া যায়।
স্থানীয়রা জানান, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণসহ রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। বিকেলে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় মাটি খনন কাজের সময় শক্ত একটি মাটির চাকা পাওয়া যায়। পরে কৌতুহলবশতঃ সেটি ভাঙা হলে গুলি দেখা যায়। পরে সেখান থেকে ৩৪০ রাউন্ড বন্দুকের গুলি ও কয়েকশ গুলির খোসা পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জানান, মাটির নিচ থেকে গুলি ও খোসাগুলো থানায় নিয়ে আসা হয়েছে। এগুলো মুক্তিযুদ্ধের সময়কার বলে ধারণা করা হচ্ছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড