ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সিঁড়ি থেকে পরে গুরুতর আহত শিশু অভি সাহা (৭) মারা গেছেন।
সোমবার দুপুর দেড়টায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সরকারি শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রভাষক কৃষ্ট মোহন সিংহ।
অভী সাহা বালিয়াডাঙ্গী ল্যাবরেটরি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও বালিয়াডাঙ্গীর স্বনাম ধন্য ব্যবসায়ী মানিক সাহার ছেলে ও প্রমথ সাহার নাতি।
এর আগে শনিবার নিজ বাড়ীতে খেলতে গিয়ে সিঁড়ি থেকে পরে আহত হয় অভি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার জ্ঞান ফিরলে অভি নিজেই তার বাবা-মাকে বিষয়টি জানায়।
পরে রমেকে সিটি স্ক্যান করে জানা যায়, তার মাথায় রক্ত জমাট বেধে আছে। চিকিৎসা শুরুর আগেই শিশুটির মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড