গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।
সোমবার (১১ জানুয়ারি) দুপুর দুইটার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোহা সিএনজি পাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মোরশেদা আক্তার নিহত হন। এছাড়া বিকেল সাড়ে চারটার দিকে জৈনা বাজার এলাকার শিশুতোষ বিদ্যাঘরের সামনে মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন নামে অপর আরেকজন নিহত হয়েছেন।
নিহত মোর্শেদা (৭০) গাজীপুরের শ্রীপুর পৌর দারোগার চালা এলাকার প্রয়াত সামাদ মিয়ার স্ত্রী।অন্যদিকে নিহত পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন (৫০) উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের প্রয়াত নসিম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওনা হাইওয়ে থানার (ওসি) এ আর এম আল মামুন জানান, দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকার মোহা সিএনজি পাম্পের সামনে বিপরীত দিক হতে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা মোরশেদা রাস্তায় পড়ে যায়। এসময় গুরুতর আহত মোরশেদাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ মোটরসাইকেল আটক করা হয়েছে।
অপরদিকে বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় বিল্লাল হোসেন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়।এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি লাশই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড