নড়াইল প্রতিনিধি
নড়াইল সদরের চাঁদপুর গ্রামে স্ত্রী নার্গিস বেগমকে (৪০) হত্যার দায়ে স্বামী এনায়েত মোল্যার (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মশিউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত এনায়েত নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের মাকড়াইল গ্রামের ইন্তাজ মোল্যার ছেলে। মামলার বিবরণে জানা যায়, নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে স্ত্রীসহ শ্বশুরবাড়িতে থাকতেন এনায়েত মোল্যা। যৌতুকের দাবিতে স্ত্রী নারগিসকে প্রায়ই মারধর করতেন তিনি। এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে আম গাছে ঝুলিয়ে রাখে এনায়েত মোল্যা।
এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। সর্বশেষ সোমবার চাঞ্চল্যকর এই মামলার রায় দিল আদালত।
আরও পড়ুন : নারায়ণগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মো. ইমদাদুল ইসলাম বলেন, আদালতের রায়ে আমরা খুশি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড