নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নাইমুর রহমান (২৪) নামে এক বিক্রয় কর্মকর্তা খুন হয়েছেন।
সোমবার (১১ জানুয়ারি) সকালে শহরের ভেলানগরস্থ চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত নাইমুর রহমান নাটোরের তারানগর গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ওষুধ কোম্পানির নরসিংদী অঞ্চলের বিক্রয় কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
পুলিশ ও কোম্পানির কর্মকর্তারা জানান, নাইমুর রহমান ২ মাস আগে নরসিংদীতে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি নরসিংদী শহরের ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ডের পেছনের একটি মেসে ভাড়া থাকতেন। রবিবার (১০ জানুয়ারি) রাতে কাজ শেষে মেসে ফিরছিলেন তিনি। পরবর্তীকালে সকালে ইউনিয়ন পরিষদ ভবনের সামনের সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : প্রেমে ব্যর্থ হয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে নরসিংদী সদর মডেল থানার উপ-পরিদর্শক নূর হোসেন দৈনিক অধিকারকে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলসহ লাশ উদ্ধার করা হয়েছে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, নিহতের দুই হাতে ও বুকের বাম পাশে ধারালো ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলেও জানিয়েছেন তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড