সোনারগাঁ, (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের বড় মগবাজার এলাকায় কাঠের সঙ্গে ব্যানার পেঁচিয়ে ক্যারাম বোর্ড বানিয়ে খেলছিল শিশুরা আর সেই চিত্রটি ধারণ করে ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিয়ো শেয়ার করেন দৈনিক অধিকার পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি নজরুল ইসলাম শুভ।
এই ভিডিয়োটি সোনারগাঁ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদা আক্তার ফেন্সীর নজরে আসে এবং শিশুদের জন্য একটি ক্যারাম বোর্ড নিয়ে আসেন উপহার হিসেবে।
মাহমুদা আক্তার ফেন্সী বলেন, শিশুরা ভীষণ কৌতুহলী, কর্মঠ এবং প্রতিভা সম্পন্ন। আজ এই শিশুদের একটি ক্যারাম বোর্ড দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। কারণ শিশুরা আজ খেলাধুলা একেবারে ভুলে গেছে তারা শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে।
তিনি আরও বলেন, ঘরোয়া খেলা বা ইনডোর গেমসের মধ্যে ক্যারাম বোর্ড অত্যন্ত জনপ্রিয় খেলা। শহর এবং গ্রামের সর্বস্তরেই এ খেলার প্রচলন রয়েছে। ফলে আমাদের দেশের অধিকাংশ ছেলে মেয়েই ক্যারাম খেলায় পারদর্শী। কেবলমাত্র ছেলে মেয়ের মধ্যেই এ খেলার প্রচলন সীমাবদ্ধ নয়। বয়স্ক এবং প্রবীণদের কাছেও ক্যারাম খেলার জুড়ি নেই। স্বল্প খরচে এমন একটা ভাল খেলা আর নেই। তাছাড়া জায়গা বা প্লেয়িং এরিয়াও কম প্রয়োজন হয় বলে অনেকে ঘরে স্ত্রী, পুত্র কন্যা নিয়ে অবসরে ক্যারাম খেলে থাকেন।
শিশু ইফাদ ও সাব্বির বলেন, আজ আমরা অনেক আনন্দিত ও খুশি। অনেক কষ্ট করে ব্যানারটি কেটে তার চার দিকে কাঠ দিয়ে তৈরি করে ছিলাম একটি ক্যারাম বোর্ড। আমরা সবাই লেখা পড়া শেষ করে বিকালে সব বন্ধুরা মিলে ব্যানারের উপর খেলতাম। মাহমুদা আক্তার ফেন্সী আপাকে ধন্যবাদ আমাদের সবাইকে নতুন ক্যারাম বোর্ড কিনে দেওয়ার জন্য।
এ সময় মাহমুদা আক্তার ফেন্সী সনমান্দী মগবাজার এলাকায় শীতার্ত দরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম শুভ, ছাত্রলীগ নেতা ফারহান আহমেদ পলাশসহ প্রমুখ।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড