সারাদেশ ডেস্ক
সুনামগঞ্জের দোয়ারাবাজারে হোটেলে অবস্থানরত দেবর-ভাবিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ৫৪ ধারায় তাদের আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার পাণ্ডারগাঁও ইউনিয়নের চেঙ্গাইয়া গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র মানিক মিয়া (২১) ও তার বড় ভাইয়ের স্ত্রী।
জানা যায়, গতকাল শনিবার দুপুরের দিকে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয়ে দোয়ারাবাজার সদরের উৎস হোটেলে অবস্থান নেয় আটককৃতরা। তাদের আচার-আচরণ সন্দেহজনক হলে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন হোটেল কর্তৃপক্ষ। খবর পেয়ে ওই দিন বিকালে দোয়ারাবাজার থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে দোয়ারাবাজারের উৎস হোটেলের দ্বিতীয়তলার ৪নং কক্ষ থেকে তাদের আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি নাজির আলম দেবর-ভাবিকে আটক ও কোর্টে প্রেরণের খবর নিশ্চিত করেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড