নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ৭ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে সরকার।
২০১৯ সালের ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় ৭ জনের সনদ বাতিলের সুপারিশ করা হয়। এরপর গত ৫ জানুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে।
মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রমাণ না পাওয়ায় সনদ বাতিল করা হয়েছে তাদের। এ সাতজনের মধ্যে সোনারগাঁয়ের ২ ও বন্দর উপজেলার ৫ জনের।
সনদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- সোনারগাঁয়ের মৃত ইলিয়াস মিয়া ( গেজেট-১৫৩৯),তোফাজ্জল হোসেন ( গেজেট- ৮৯২),নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মো. শহীদুল্লাহ সরদার (গেজেট-২৭৯), মৃত আলী আকবর ( গেজেট-৪৭৫), মনিরুল ইসলাম (গেজেট-৪৭৩), রহমত উল্লাহ (লাল মুক্তিবার্তা নং- ০১৪০২০১৬৯),আবদুল মাজেদ ( গেজেট-৩৫৫)।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড