হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম
সড়ক ও জনপথ বিভাগের জায়গায় দীর্ঘদিন ধরে সেমিপাকা স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অবৈধ দখলকারীরা। পরিমাপের পর তাদের বারবার দখল ছাড়তে নোটিশ প্রদান করা হলেও তারা দখল ছাড়েনি। অবশেষে উচ্ছেদ অভিযান চালিয়ে সওজের জায়গা উদ্ধার করে উপজেলা প্রশাসন।
উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজার এলাকায় রবিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে ২৫ শতক জায়গা যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।
র্যাব-৭ এর সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউএনও রুহুল আমিন বলেন, সড়ক ও জনপথ বিভাগের জায়গার উপর গড়ে তোলা ১৮ টি সেমিপাকা দোকানদারদের উপজেলা প্রশাসন এবং সড়ক বিভাগ বারবার স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করলেও তারা সাড়া দেননি। গত ৩১ ডিসেম্বর জায়গা পরিমাপ করা হয়।
এ সময় অভিযানে সড়ক বিভাগের কর্মকর্তা ছাড়াও মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড