সারাদেশ ডেস্ক
দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা পরিদর্শন করেছেন তুরস্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তারা মাদরাসা পরিদর্শন করেন। মাদরাসা পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ।
এসময় দ্বিয়ানত কর্মকর্তারা দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের অভ্যর্থনা জানান মাদরাসার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ। এছাড়াও অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আনওয়ার শাহ আজহারী।
অভ্যর্থনা শেষে দ্বিয়ানত ফাউন্ডেশনের কর্মকর্তারা হেফাজতে ইসলামের আমীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে শেখ ওয়াসি কায়া হেফাজতের আমীরকে তুরস্কের বিভিন্ন ধর্মীয় রীতিনীতি ও মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেন। পরে দ্বিয়ানত কর্মকর্তারা মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে শায়খুল হাদীস আল্লামা জুনাইদ বাবুনগরীর বুখারির ক্লাসে বসে দরস উপভোগ করেন।
তুরস্কের শেখ ওয়াসি কায়া ও মুহাম্মদ ফাতেহ মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করে দীর্ঘ মন্তব্য লিখেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড