সারাদেশ ডেস্ক
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকচাপায় নারীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতরা হলেন, কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়া গ্রামের জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) ও একই উপজেলার কচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাবিনা (২১)।
রবিবার (১০ ডিসেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোগারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক রেজাউল করিম এ তথ্য জানিয়েছেন।
রেজাউল করিম বলেন, ‘এলেঙ্গাগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় অজ্ঞাত একটি ট্রাক এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী এক নারীসহ দুজন মারা যায়। আহত অবস্থায় মোটরসাইকেল চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড