কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় লবণ বোঝাই ট্রলির ধাক্কায় জারিন সুবাহ মনি নামের ৮ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে।
নিহত জারিন ধুরুং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গার্লস স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং পূর্ব চর ধুরুং এলাকার কায়সার আলমের মেয়ে।
নাছির উদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে স্কুল থেকে নতুন বই নিয়ে জিপ গাড়িতে করে ধুরুং ইউনিয়ন পরিষদের সামনে নামে শিশু জারিন। গাড়ি থেকে নামার পরই লবণ বোঝাই দ্রুতগামী একটি ট্রলি তাকে পিষে দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইমা তাবাছুম বলেন, ‘সকাল ১১টার দিকে জারিন নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড