তালতলী প্রতিনিধি, বরগুনা
বরগুনার তালতলীতে বোনের জমি দখলের প্রতিবাদে ৭৫ বছর বয়সের বৃদ্ধ বাবাকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পাষণ্ড ছেলে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় ছেলেকে গ্রেপ্তার করে করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
রবিবার (১০ জানুয়ারি) সকাল ১০টার দিকে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গতকাল দুপুরে এই ঘটনা ঘটে। পরে রাতে থানায় মামলা হয়।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ছোটবগী ইউনিয়নের গেন্ডমারা এলাকার ইউসুফ আলী সিকদারের (৭৫) মেয়ে আয়শা আক্তারের জমি তার ছেলে ইব্রাহিম সিকদার জোরপূর্বক দখল করেছেন। গত ৮ জানুয়ারি ওই জমি ছেলের থেকে মেয়েকে ফিরিয়ে দেওয়ার জন্য বৃদ্ধ বাবা থানায় যান। পরে থানা থেকে স্থানীয়ভাবে সমাধানের জন্য সালিশ বসাতে বলা হয়। কিন্তু ইব্রাহিম স্থানীয় সালিশি মীমাংসায় বসেননি। জোরদখল করেন ওই জমি।
শনিবার (৯ জানুয়ারি) সকালে বৃদ্ধ বাবা ছেলের কাছে তার মেয়ের জমির ধান নিতে যান। এতে ছেলে ক্ষিপ্ত হয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। পরে স্থানীয়রা বৃদ্ধ বাবাকে উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বোন আয়শা বাদী হয়ে থানায় একটি মামলা করেন। মামলা নং- ০৬/২০২০। পরে পুলিশ অভিযান চালিয়ে ইব্রাহিম সিকদারকে গ্রেপ্তার করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাবাকে মারধরের ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড