সারাদেশ ডেস্ক
যশোরে রডবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মামুন হোসেন মানিক (৪০) অ্যাম্বুলেন্সের চালক। তিনি যশোর শহরের মুড়লি এলাকার আব্দুল মজিদের ছেলে।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
যশোর কুইন্স হাসপাতালের কর্মী রবিউল ইসলাম রিংকু জানান, সন্ধ্যার দিকে বেনাপোলে এক রোগীকে বাড়িতে পৌঁছে দিয়ে খালি অ্যাম্বুলেন্স নিয়ে ফিরছিলেন চালক মানিক। সদর উপজেলার নতুনহাট কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় চালক মানিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. অমিয় দাস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মানিকের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড