সারাদেশ ডেস্ক
হবিগঞ্জে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে তানভীর আহমেদ (২০) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বড়ইউড়ি গ্রামের মজিদ মিয়ার ছেলে। শনিবার (৯ জানুয়ারি) রাত ১০টার দিকে মরদেহ উদ্ধারের করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তানভীরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, তানভীরের বাবা মজিদ মিয়ার সঙ্গে একই গ্রামের আহম্মদ আলীর বিরোধ ছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। পুরোনো বিরোধকে কেন্দ্র করে আহম্মদ আলীর লোকজন তানভীরকে কুপিয়ে হত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত দেড়টায়) কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড