চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এলাকায় হতদরিদ্র দুই হাজার অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আবু তৈয়্যব কমিশনার।
শনিবার (৯ জানুয়ারি) দিনব্যাপী ৮নং ওয়ার্ডের ঘোষ পাড়া, ধর পাড়া, বুলার তালুক, পাল পাড়া, হরিনাথ পাড়া, দেওয়াং পাড়া, নাথ পাড়া, মধুর বাড়ীসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি অরুপ রতন চক্রবর্তী, প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, চন্দনাইশ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান বাবুল, সহ-সভাপতি আবু তালেব আনচারী, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল হামিদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আজিমুশ শানুল হক দস্তগীর, মো. ইছহাক মেম্বার, আবদুল মোনাফ সওদাগর, মো. সোলাইমান সওদাগর, সাংবাদিক যথাক্রমে নাছির উদ্দীন, ফয়সাল চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ মাঈন উদ্দিন, আরাফাত হোসেন, হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন জিকু প্রমুখ।
শীত বস্ত্র বিতরণকালে আলহাজ্ব আবু তৈয়্যব কমিশনার বলেন, কনকনে শীতের আবহে সাধারণ মানুষ যখন উষ্ণতা খুঁজে ফিরছেন তখন সামাজিক দায়বদ্ধতা থেকে মানবকল্যাণে এ ধরনের উদ্যোগ নিয়েছি। শীতে বৃদ্ধ-শিশুদের কষ্ট স্বাভাবিকভাবেই বেশি হয়। দাম বেশি হওয়ায় অসহায় লোকজনকে শীতবস্ত্র ছাড়াই জীবনযাপন করতে হয়। আমার সামান্য উদ্যোগের ফলে হয়তো শীতার্ত মানুষের কষ্ট কিছুটা কমবে।
এছাড়া শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সমাজের বিত্তবানদের মানবতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড