জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের সাগর পাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় হিরো (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরো হোসেন জয়পুরহাট পৌর শহরের পূর্ব জানিয়ার বাগান এলাকার মৃত হাতেম আলীর ছেলে।
জয়পুরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ও স্থানীয়রা জানান, বিকেলে সাগর পাড়া রেলগেট এলাকায় যুবকটি রাস্তা পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী মালবাহী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এই মৃত্যুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড