পাইকগাছা প্রতিনিধি
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতবাড়ী, আর.কে.বি.কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন ও ভুবন মোহনী বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
শনিবার (৯ জানুয়ারি) সকালে পাইকগাছার এই স্থাপনা গুলো পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, রাড়ুলী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ গোলদার, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, অব. অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, প্রভাষক পলাশ দাশ, পাইকগাছা কৃষক লীগের আহবায়ক এ্যাড. আব্দুর রশিদ, প্রধান শিক্ষক গৌতম ঘোষসহ শিক্ষকবৃন্দ ও এলাকার সুধীজন।
দুপুরে সচিব তপন কান্তি ঘোষের প্রিয় স্কুল শিক্ষক কাটিপাড়া গ্রামের মোহন লাল দাশকে দেখতে যান। এ সময় তিনি তার বাস ভবনে কিছুক্ষণ অবস্থান করে তাকে সম্মানিত করেন এবং প্রিয় শিক্ষকের শারীরিক খোঁজ খবর নেন। এ সময় সচিব স্ত্রী, পুত্র ও কন্যা উপস্থিত ছিলেন।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড