আমতলী প্রতিনিধি, বরগুনা
বরগুনার আমতলীতে কৃষি তথ্য সার্ভিস খামারবাড়ি ঢাকার আয়োজনে ‘কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় আমতলী কৃষি রেডিওর হলরুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
আমতলী কৃষি রেডিও ষ্টেশন ম্যানেজার মো. ঈসা ইকবালের সভাপতিত্বে ও কৃষি রেডিওর অনুষ্ঠান প্রযোজক মো. শামিম মৃধার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ী ঢাকার প্রধান তথ্য অফিসার কৃষিবিদ অঞ্জন কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগের তথ্য কর্মকর্তা মো. মারুফ, তথ্য কর্মকর্তা মো. মঞ্জুর হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি অফিসার সিএস রেজাউল করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিজিৎ কুমার মোদক, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার।
বক্তব্য রাখেন কৃষি রেডিওর স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাষক মো. নজরুল ইসলাম তালুকদার, প্রবীণ সাংবাদিক খান মতিয়ার রহমান, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি দেওয়ান মোস্তফা কবির, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ খোকন প্রমুখ।
বক্তারা কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও কৃষি রেডিওর স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড