সারাদেশ ডেস্ক
রাজবাড়ীর পাংশা উপজেলায় চিকিৎসকের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় মা ও শিশু ডায়াবেটিস ক্লিনিকে অস্ত্রোপচারের সময় হাসিনা বেগম (৩০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত হাসিনা বেগম বালিয়াকান্দি উপজেলার চরঘিকমলা গ্রামের কাসেম মণ্ডলের স্ত্রী।
কাসেম মণ্ডল জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্ত্রী হাসিনা বেগমকে নিয়ে মা ও শিশু ডায়াবেটিস হাসপাতাল ক্লিনিকে ভর্তি করান। দুপুর ১২টার দিকে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেন।
সন্তান জন্মের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী মারা যান। পরে বিষয়টি তার ছোট ভাইকে জানালে ক্লিনিকের লোকজন টের পেয়ে সবাই পালিয়ে যান।
পাংশা থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, এই ঘটনাই প্রসূতির স্বজন ও বিক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাসপাতালটি নিজেদের জিম্মায় নিয়ে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় পুলিশ।
পাংশার মা ও শিশু ডায়াবেটিস হাসপাতাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর ইসলামের মোবাইল ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে রাজবাড়ীর সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন বলেন, প্রসূতির মৃত্যুর বিষয়টি তার জানা নেই। তবে তিনি খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড