কক্সবাজার প্রতিনিধি
এক লাখ পিস ইয়াবাসহ কক্সবাজারের রামু উপজেলায় হাফেজ আহমদ (৩৫) নামে এক ইয়াবা কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। একই সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক হাফেজ আহমেদ বান্দরবানের রুমা উপজেলার রুমকি গ্রামের মৃত আব্দুল হাফেজের ছেলে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
আরও পড়ুন : কুষ্টিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের ছেনুছড়া এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে ঈদগড় থেকে আসা একটি সিএনজি তল্লাশিকালে ইঞ্জিন বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড