সারাদেশ ডেস্ক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আকিজ বিড়ি কারখানায় শ্রমিকদের সাথে পুলিশ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে শ্রমিকদের থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোসেনাবাদে আকিজ বিড়ি কারখানার মূল ফটকের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শ্রমিকের নাম শিপুল ইসলাম। তবে আহত অন্য শ্রমিকদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর বেশ কয়েকজন শ্রমিক কারখানায় ঢুকতে যান। এ সময় কারখানার নিরাপত্তাকর্মীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কারখানার ম্যানেজার আমিনুল ইসলাম পুলিশে খবর দেন।
পরে পুলিশ এসে শ্রমিকদের সেখান থেকে জোর করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে পুলিশ প্রথমে লাঠিচার্জ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় একজন শ্রমিক গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন।
আরও পড়ুন : ধর্ষণের পর হত্যা : দোষীদের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ
একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে কারখানার সব শ্রমিক কাজ বন্ধ করে হোসেনাবাদ বাজারে কুষ্টিয়া প্রাগপুর সড়ক অবরোধ করে। এ সময় তাদের সঙ্গে উপজেলার ফিলিপনগর কারখানার শ্রমিকরাও যোগ দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।
শ্রমিকদের অভিযোগ, কারখানা ম্যানেজার আমিনুল ইসলামের নির্দেশে পুলিশ শ্রমিকদের ওপর গুলি চালিয়েছে। তারা অবিলম্বে ম্যানেজারের অপসারণ দাবি জানিয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে ম্যানেজার আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টিতে দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, পুলিশ আত্মরক্ষার্থে ৩ রাউন্ড ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি সড়ক অবরোধকারী শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড