সারাদেশ ডেস্ক
উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নেত্রীর হাতকে আরো শক্তিশালী করার জন্য নৌকার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে সৈয়দপুর পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন।
শহরের তামান্না মোড়ে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন- নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, নৌকা মার্কার প্রার্থী রাফিকা আকতার জাহান বেবী, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
সভায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ছাড়াও নৌকা মার্কার সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
ওডি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড