সারাদেশ ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলা থেকে ৫২ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৮ ডিসেম্বর) উপজেলার বুইকারা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভারপাড়ার মৃত নূর ইসলামের ছেলে ওহিদুল ইসলাম ও খোকন মোল্যার ছেলে মাসুম বিল্লাহ।
র্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর উপজেলার বুইকারা ড্রাইভারপাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ওই দু’জনকে ৫২ পিস ইয়াবা ও চারশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড