সারাদেশ ডেস্ক
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ চট্টগ্রাম থেকে নওগাঁগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন তল্লাশি করে সাড়ে চার কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে গোপন সংবাদে খবর পেয়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে অবস্থান নেন। সকাল সোয়া সাতটায় চট্টগ্রাম থেকে নওগাঁগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে পুলিশ বাসটির গতিরোধ করে তল্লাশী করে নওগাঁ জেলার রাণীনগর থানার খটেশ্বর পশ্মিপাড়ার জলিল শেখের ছেলে জাহিদুল ইসলাম শুটকা (৩০) ও কফিল সরদারের ছেলে শহিদুল ইসলাম (২৮) এর দুই পায়ের নিচে রাখা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ তল্লাশী করে পলেথিনে মোড়ানো মোট সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করে। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
দুপচাঁচিয়া থানার ওসি হাসান আলী জানান, তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাদেরকে বগুড়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড