সারাদেশ ডেস্ক
নওগাঁর সাপাহারে ছেলের লাঠির আঘাতে সাহানা বেগম (৪৫) নামে মায়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি উপজেলার উত্তর মানিকুড়া গ্রামে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে ছেলে ও মায়ের মধ্যে ঝগড়া হয়। এসময় ছেলে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। পরে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এবিষয়ে সাহানার ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড