সারাদেশ ডেস্ক
বাগেরহাটের শরণখোলায় বিদেশি পিস্তলসহ মো. ফারুক সেপাই (৫১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর একটি দল।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকাল ৫টায় শরণখোলা থানায় হস্তান্তর করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও নগদ ১১৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফারুক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের মৃত এনায়েত সেপাইয়ের ছেলে।
খুলনা র্যাব-৬ এর উপঅধিনায়ক মেজর আনিসুজ্জামান জানান, তাদের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলার আমড়াগাছিয়া বাজারে অভিযান চালায়। ফারুক র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার সময় বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ উল্লেখিত মালামাল পাওয়া যায়।
শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, র্যাব অস্ত্রসহ আসামি ফারুক সেপাইকে শুক্রবার বিকাল ৫টার দিকে শরণখোলা থানায় হস্থান্তর করে। এ ব্যাপারে র্যাবের পরিদর্শক রাজিউজ্জামান বাদী হয়ে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিকে জিজ্ঞাসাবাদ করে আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড