সারাদেশ ডেস্ক
নেত্রকোণার বারহাট্টায় শিশু নির্যাতনের অভিযোগে শুক্রবার এক কিশোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পার্শ্ববর্তী বাড়ির সাত বছর বয়সের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তার কিশোর(১৬) উপজেলার বৃ-আন্ধাদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ভুক্তভোগী শিশুর পিতা বলেন, তারা উভয়ের বাড়ি পরস্পরের পাশাপাশি। মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোর শিশুটিকে ফুঁসলিয়ে তার বসতঘরে নিয়ে যায় এবং যৌন নির্যাতন করে। নির্যাতনে শিশুটি মারাত্মকভাবে আহত হয়। তাকে নেত্রকোণা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা জানার পর অভিযুক্ত কিশোরকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড