জয়পুরহাট প্রতিনিধি
শাক তুলে বাড়ির ফেরার পথে জয়পুরহাটের পাঁচবিবিতে ধর্ষণের শিকার হয়েছেন (১৯) বছরের এক তরুণী।
এ ঘটনায় তিনজনকে আসামী করে ভুক্তভোগী ওই তরুণী বাদি হয়ে শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে পাঁচবিবি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা যায়, গত (০৬ জানুয়ারি) বুধবার বিকালে মাঠ থেকে শাক তুলে বাড়ি ফেরার পথে উঁচনা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাক (২১), ফজলুর রহমানের ছেলে হাবিব (২৬) ও জাহান আলীর ছেলে মোনোয়ার হোসেন (১৯) সেখানে এসে ওই তরুণীকে একা পেয়ে আব্দুর রাজ্জাক ও হাবিব পাশের আলু ক্ষেতে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ওই তরুণী চিৎকার করে মোনোয়ারকে বলে তাকে ধর্ষণ না করার জন্য। তবুও না শোনে ওই তরুণীকে ধর্ষণ করে তাঁরা পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে আহত অবস্থায় বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন শুক্রবার দুপুরে থানায় এসে মামলা দায়ের করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড