নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে প্রবাসীকে অপহরণ করে নারীর সঙ্গে বিবস্ত্র ছবি তুলে মুক্তিপণ আদায়ের ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিকাশে লেনদেনের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ছালাউদ্দিন কামরান ওরফে আকাশ (২০), দিদার হোসেন জনি (১৮) ও মোহাম্মদ বাবু হোসেন (৩০)।
চাটখিল থানার ওসি আনোয়ার হোসেন জানান, গত ২৫ ডিসেম্বর সৌদিপ্রবাসী মাসুদ পাটোয়ারী নিজ বাড়ি থেকে চাটখিল যাওয়ার পথে খিলপাড়া রুহুল আমিন রোডে এলে কয়েকজন সন্ত্রাসী সিএনজিতে উঠে তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। পরে শারীরিক নির্যাতন করে এক নারীর সঙ্গে তার বিবস্ত্র ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মুক্তিপণ দাবি করে।
ওসি আরো জানান, পরে ১ লাখ ৫৩ হাজার টাকা বিকাশে তার স্বজনরা অপহরণকারীদের দিলে তাকে চোখমুখ বেঁধে রাতের আঁধারে রাস্তার পাশে ফেলে যায়। ভুক্তভোগী মাসুদ পাটোয়ারী নিজে এসে চাটখিল থানায় মামলা করলে আমরা বিশেষ অভিযান চালিয়ে বিকাশে লেনদেনের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাদের শনাক্ত করে আটক করি। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড