ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম (৪৮) নামে খানকা শরীফের এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর এলাকার আবুল উলায়া খানকা শরীফ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী মনোয়ারা বেগম (ছদ্মনাম) বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বড়গাঁ গ্রামের মৃত আশিকুল ইসলামের ছেলে।
মামলার সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম আবুল উলায়া খানকা শরীফে তার ৫ বছরের শিশুকন্যার জন্য তাবিজ আনতে গেলে খানকা শরীফের তত্বাবধায়ক সিরাজুল ইসলাম দরজা বন্ধ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
আরও পড়ুন : গাজীপুরে বাঁশঝাড়ে মিলল যুবকের লাশ
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর ইসলাম দৈনিক অধিকারকে বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত তাকে জেলহাজতে পাঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড