গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সোহেল ভূঁইয়া (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি বাজারের দক্ষিণে অবস্থিত অনিখিলের চালা নামক স্থানের বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সোহেল ভূঁইয়া উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের নলগাঁও গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ শেখ দৈনিক অধিকারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে বাঁশঝাড়ের নিচে থেকে সোহেল ভূঁইয়ার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবকের লাশ উদ্ধার করে।
আরও পড়ুন : দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাবা-মা পেলেন ছেলের লাশ
তিনি বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের পাশে একটি কীটনাশকের বোতল এবং পকেট থেকে কিছু টাকাসহ একটি মুঠোফোন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কীটনাশক পান করেই ওই যুবক আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড